জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্তন মহোৎসবকে ঘিরে মিলন মেলা চলছে। জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাস নোয়াগাঁও (যাত্রাপুর) গ্রামের বীর মুক্তিযোদ্ধা রণজিত কান্তি দাসের পরিবারের উদ্যোগে প্রতি বছরের মতো এবারো অষ্টপ্রহরব্যাপী লীলা সংকীর্তনের আয়োজন করা হয়।
রোববার দেখা যায়, দাস নোয়াগাঁও গ্রামে এ লীলা সংকীর্তন ঘিরে বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী-পুরুষ ভক্তদের উপস্থিতিতে রীতিমতো মিলন মেলা। এ সময় উপস্থিত ছিলেন ভাব কিশোর বৈষ্ণব, আয়োজনকারী পরিবারের পক্ষে বীর মুক্তিযোদ্ধা রণজিত কান্তি দাস, ইউপি সদস্য রণধীর কান্তি দাস রান্টু, মনিন্দ্র দাস, কবিন্দ্র দাস, প্রবীন্দ্র দাস, অতুল দাস, ধীরেন্দ্র দাস, অসিত দাস, গৌরাঙ্গ দাস প্রমুখ। লীলা সংকীর্তন পরিবেশন করেন বালাগঞ্জ থেকে আসা দেবাশীষ দাস, বিয়ানী বাজার থেকে আসা রূপম ধর ও দোয়ারাবাজার থেকে আসা রাজন চন্দ্র।