স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলা আ.লীগের আইন বিষয়ক স¤পাদক ইউনুছ আলী পদত্যাগ করেছেন। তিনি গত ২৭ জানুয়ারি পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগপত্রটি উপজেলা আ.লীগের সভাপতির কাছেও দিয়েছেন। তিনি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছেন।
এ ব্যাপারে তাহিরপুর উপজেলা আ.লীগের সভাপতি আবুল হোসেন খাঁ জানান, ইউনুছ আলীর পদত্যাগপত্র পেয়েছি। দলের বিদ্রোহী প্রার্থী যারা হয়েছে তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।