তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতাউর রহমানের পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অভিযোগ উঠেছে সরকারি ২ শিক্ষকের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আজাদ হোসাইন।
অভিযোগ সূত্রে জানা যায়, নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক ও সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুর রহমান বালিজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে মিছিল-মিটিং পরিচালনা করে আসছেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারি চাকুরিজীবীগণ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে নিষেধ রয়েছে। এ অবস্থায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে নয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক বলেন, আমি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করিনি। চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান আমার আত্মীয় হওয়ায় এ অভিযোগ দেওয়া হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, বালিজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।