শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। শনিবার দুপুর ১টায় উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের উত্তরে মহাসিং নদীর তীরে দেখার হাওরের ৪২, ৪৩, ৪৪ ও ৫০ নং পিআইসির কাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন ভূইয়া, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মাহবুব আলম, সার্ভেয়ার সোহানুর আলম, পিআইসি কমিটির সভাপতি জামিরুল হক, সদস্য সচিব জসিম উদ্দিন প্রমুখ।
ফসল রক্ষা বাঁধ পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, দেখার হাওর চার উপজেলা শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজারের শস্যভা-ার । ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করে যা দেখেছি, ভালই হচ্ছে কাজ। তবে দ্রুত সময়ের মধ্যে কাজ সমাপ্ত করতে হবে। আশা করি আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে জেলার সকল উপজেলায় ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজগুলো স¤পন্ন হবে।
এছাড়াও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও খালপাড় এলাকায় গৃহহীনদের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন ভূইয়া প্রমুখ।