শুক্রবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান হলেও শুধু আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতার কারণে ১০ম গ্রেড পাচ্ছেন না তারা। একজন শিক্ষক ১৩তম গ্রেডে মোট ১৭ হাজার ৬৫০ টাকা পান। এখনকার সময়ে এ বেতনে কুলিয়ে ওঠা বেশ কষ্টের বলে জানান তারা।