স্টাফ রিপোর্টার ::
দৈনিক সিলেট বাণী’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাসুক মিয়ার পিতা আলহাজ্ব কমরু মিয়া আর বেঁচে নেই। শুক্রবার দুপুর ১২ টা ৫০ মিনিটে শহরের হাছননগরস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক সুনামকণ্ঠ’র প্রকাশক ও সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্রসহ রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ।