ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তালুকদার আর বেঁচে নেই। শুক্রবার সকাল ৭টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রুহুল আমিন তালুকদারের বাড়ি উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে। তবে তিনি উপজেলা সদরে পরিবার পরিজন নিয়ে বসবাস করছিলেন। তিনি বেশ কিছুদিন যাবত বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগছিলেন। শুক্রবার ভোরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
শুক্রবার বিকেল ৩টায় কান্দাপাড়া গ্রামে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। রুহুল আমিন তালুকদার মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, উপজেলা আওয়ামী লীগ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক জানিয়েছেন।