ছাতক প্রতিনিধি ::
ছাতকের পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘরের আসবাবপত্রসহ মালামাল পুড়ে ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানকারচর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার গভীর রাতে গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র ইনসান আলীর বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে ছাতক থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। এর আগেই সেমিপাকা টিনসেডের বসতঘর ভস্মিভূত হয়। এতে প্রায় ৪০ মণ ধান, বিক্রির জন্য তৈরী করা একাধিক সেট কাঠ ফার্নিচার, নগদ লক্ষাধিক টাকা, দলিলপত্র সহ গোটা বসতঘর পুড়ে ৮ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।