স্টাফ রিপোর্টার :
ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় সুনামগেঞ্জে তিন দিনব্যাপি পুরোহিতদের ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ শহরের রামকৃষ্ণ আশ্রমে প্রশিক্ষণের উদ্বোধন করেন শিক্ষাবিদ ও রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর পরিমল কান্তি দে।
শৈশব চক্রবর্তীর সভাপতিত্বে ও রাভীন আচার্য্যের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রী হৃদয়ানন্দ মহারাজ, সুবিমল চক্রবর্তী চন্দন, অমিত চক্রবর্তী, নারায়ণ চক্রবর্তী।
প্রশিক্ষণ কর্মশালায় সুনামগঞ্জের ১২ টি উপজেলা থেকে ২৫ জন পুরোহিত অংশগ্রহণ করছেন।