স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলায় ৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অবস্থায় উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে বাদাঘাট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান নিজ কর্মস্থলে না থেকে নিজ বাড়ি ময়মনসিংহে অবস্থান করছেন। গত ২৫ জানুয়ারি থেকে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ছুটি বা অনুমতি না নিয়েই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানাযায়।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে খোঁজ নিতে গেলে তাকে পাওয়া যায়নি। এছাড়াও উপজেলার এ ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীরা নির্বাচন সংক্রান্ত ভিন্ন বিষয় জানতে গেলে অফিসে পাচ্ছেন না বলে অভিযোগ করেন। এনিয়ে প্রার্থী ও উপজেলার সচেতন মহল চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
নির্বাচনে যাচাই-বাছাইয়ে মনোনয়ন অবৈধ ঘোষণা হলে মহামান্য হাইকোর্ট থেকে নির্বাচন করতে আদেশ নিয়ে এসে প্রয়োজনীয় কাগজপত্র দিতে ৩ দিন ধরে রিটার্নিং কর্মকর্তাকে পাচ্ছেন না বলে অভিযোগ করেন বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী বোরহান উদ্দিন। তিনি আরও জানান, রিটার্নিং কর্মকর্তা না থাকায় আমি হয়রানি শিকার হচ্ছি। আমি কখন নির্বাচন করার বিষয়ে নির্দেশনা পাব, কবে নির্বাচনী প্রতীক পাবো বুঝতে পারছি না।
নিজ কর্মস্থলে না থাকার বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বাদাঘাট ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান জানান, আমি জরুরি কাজে চলে এসেছি। আমি আজ বৃহস্পতিবার দুপুরেই চলে আসছি। কিন্তু দুপুর ২টা পর্যন্ত তার দেখা পাওয়া যায় নি।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, নির্বাচন চলমান অবস্থায় কোন রিটার্রিং কর্মকর্তা নিজ কর্মস্থল ত্যাগ করতে পারেন না। বাদাঘাট ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা কেন কর্মস্থল ত্যাগ করলেন সে বিষয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।