স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে নতুন করে আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৬৯ জন। এর মধ্য দিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়ে গেছে।
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে ২০১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয় ৭৬৯ জনের। শনাক্তের হার ৩৮.১৩ ভাগ। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ৪৯০ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৩৬ জন, মৌলভীবাজারের ১৪২ জন ও হবিগঞ্জের ৭১ জন রয়েছেন। সবমিলিয়ে বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা এখন ৬০ হাজার ৭৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলার এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ১৯৪ জন।