জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে মোটরসাইকেল চাপায় আবু ছায়েদ উদ্দিন নামের ৮০ বছরের এক পথচারী বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ঘোষগাঁও গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের হাবিবনগর গ্রাম এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেলের নিচে চাপা পড়ে পথচারী বৃদ্ধ আবু ছায়েদ উদ্দিন গুরুতর আহত হন। এ সময় আহতকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার এসআই মির্জা শাফায়েত হোসেন জানান, লাশ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি আটক করা হয়। তবে মোটরসাইকেল আরোহী পালিয়ে গেছে।