ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশায় ৪৬৯ পিস ইয়াবাসহ ব্যবসায়ী তৌহিদুজ্জামান তালুকদার মিল্টন (৪৫) ও তার সহযোগী মাসুম মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের মির্জাপুর গ্রামের প্রতিবন্ধী আবু মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়। মিল্টন মো. হেকিম তালুকদারের ছেলে এবং মাসুম মিয়া সাফিকুল ইসলামের ছেলে। তাদের বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের মির্জাপুর গ্রামে। এ সময় তাদের কাছ থেকে ৪৬৯ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন সেট ও ইয়াবা সেবনের ২টি ফুয়েল পেপার রোল জব্দ করা হয়।
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরী জানান, তৌহিদুজ্জামান তালুকদার মিল্টনের বিরুদ্ধে নেত্রকোনা জেলায় ৭টি ও ধর্মপাশা থানায় ৪টি মাদক মামলা রয়েছে। আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।