দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে ৪টি টিলাকেটে ধ্বংস করার দায়ে তিনজনকে ২ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল আহমদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন জনকে এই অর্থদণ্ড করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, এস্কেভেটর দিয়ে ৪টি টিলা কেটে ধ্বংস করার অপরাধে বোগলাবাজার ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের নুরুল হকের পুত্র জামাল উদ্দিন (৫০)-কে ২লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে টিলাকাটার দায়ে সমর আলী শেখ, রফিকুল ইসলামকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।