জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুমেন আহমদ যুক্তরাজ্যে গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌর এলাকার কেশবপুর বাজারে রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি আছকির আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান পৌর কাউন্সিলর শফিকুল হক। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন রুমেন আহমদ।
বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের যুগ্ম-সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মদব্বির হোসেন রবিন প্রমুখ।
এ সময় প্রবীণ মুরব্বি রুজু মিয়া, রাধারমণ পরিষদের কোষাধ্যক্ষ চুনু মিয়া, প্রচার সম্পাদক রিপন মিয়া, পরিষদ নেতা টুনু মিয়া, তোতা মিয়া, আনোয়ার আলী, ব্যবসায়ী গোলজার মিয়া সহ গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। সভায় সংবর্ধিত অতিথি রুমেন আহমদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিসহ পরিষদ নেতৃবৃন্দ।