স্টাফ রিপোর্টার ::
অপরাধ প্রবণতা কমাতে এবং অপরাধীদের শনাক্ত করতে সুনামগঞ্জ শহরের ২৭টি পয়েন্টে ১৬৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সুনামগঞ্জ সদর থানা থেকে ৪৮টি ক্যামেরা নিয়ন্ত্রণ করাসহ বাকি ক্যামেরাগুলো শহরের নির্দিষ্ট পয়েন্ট থেকে মনিটরিং করার কথা জানিয়েছে জেলা পুলিশ বিভাগ।
সোমবার সকালে সুনামগঞ্জ সদর মডেল থানায় প্রেসবিফিং শেষে সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম।
উদ্বোধনকালে পুলিশ সুপার সাংবাদিকদের জানান, চুরি, ছিনতাই, বখাটে চিহ্নিতকরণ, নাশকতা ঠেকানোসহ অপরাধীদের শনাক্তে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এই সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করা হবে।
তিনি আরও বলেন, শহরের শান্তিশৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ কাজ করছে। নাগরিকের জানমালের নিরাপত্তাসহ অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) পারভেজ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন, সদর থানার ওসি মো. সহিদুর রহমান প্রমুখ।
সুনামগঞ্জ শহরের সিসি ক্যামেরার আওতায় আসা পয়েন্টগুলো হলো আলফাত স্কয়ার, পুরান বাসস্ট্যান্ড, কোর্ট পয়েন্ট, হোসেন বখত চত্বর, বিহারী পয়েন্ট, কাজীর পয়েন্ট, রিভার ভিউ, সাহেববাড়ী, ঐতিহ্য জাদুঘর এলাকা, ওয়েজখালি, জামাইপাড়া এলাকা, স্বর্ণপট্টি পয়েন্ট, পুরাতন শিল্পকলা একাডেমির মোড়, কালিবাড়ী মোড়, উকিলপাড়া পয়েন্ট, এইচএমপি উচ্চ বিদ্যালয় এলাকা, জুবিলী উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তা, প্রিয়াঙ্গন মার্কেট এলাকা, সার্কিট হাউজে সামনের রাস্তা, হাজীপাড়া পয়েন্ট, আব্দুজ জহুর সেতু এলাকা, মধ্যবাজার পয়েন্ট, সদর থানা সংলগ্ন পয়েন্ট, নেক বখত সরণি, পশ্চিম বাজার এলাকা, সদর মডেল থানার সামনের রাস্তা, নবীনগর পয়েন্ট, হাছননগর পয়েন্ট, মধ্য উকিলপাড়া, জলিলপুর পয়েন্ট, বাগানবাড়ি পয়েন্ট, মুক্তারপাড়া রোড।