1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:২১ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

নদী-খাল দখলমুক্ত করা হবে : জেলা প্রশাসক

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার ::
বিশ্ব নদী দিবস-২০২১ উপলক্ষে সুনামগঞ্জে হাওরের নদী ও পরিবেশ রক্ষায় নাগরিক সমাজের করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সরকার নদী ও খাল পুনরুদ্ধার করতে চাচ্ছে। নদী-খাল দখলমুক্ত করা হবে। হাওরের নদী ও পরিবেশ রক্ষায় আমাদেরকে সচেতন হতে হবে। আমরা সচেতন হলে এবং ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুললে পরিবেশবিরোধী চক্রের তৎপরতা বন্ধ করা যাবে। হাওর ও নদীর প্রাণ ফিরিয়ে আনতে সরকার নদী ও হাওর খননের উদ্যোগ নিয়েছে।
সোমবার সকালে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) সহযোগিতায় ও সুনামগঞ্জ অঞ্চলের সহযোগী সংস্থার আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য।
হাওর উন্নয়ন সংস্থার (হাউস)-এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ’র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বেলা সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট শাহ সাহেদা আক্তার, সাবেক অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, সুজন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আলী হায়দার, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার
আহ্বায়ক সুখেন্দু সেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, তথ্য অধিকার ফোরামের সভাপতি মোদাচ্ছির আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাওর আন্দোলন নেতা ওবায়দুল হক মিলন, শরিফ আহমদ, হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার সদস্য সচিব হোসাইন শরীফ বিপ্লব, সৃষ্টি যুব জাগরণ সংস্থার সভাপতি তৃষ্ণা আক্তার রোশনা, এএলআরডি’র সমন্বয়কারী অ্যাডভোকেট রফিক আহমদ সিরাজ, মির্জা আজিম হায়দার, রমজান আলী প্রমুখ।
আলোচনা সভায় নদী ও পরিবেশ রক্ষায় সঠিক আইন প্রণয়ন ও আইনের যথাযথ প্রয়োগের দাবি জানান বক্তারা। বক্তারা বলেন, হাওরের নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের কার্যকর উদ্যোগ, যুগোপযোগী আইন প্রণয়ন ও কার্যকর করাসহ এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার উপর গুরুত্বারোপ করতে হবে। হাওর নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com