স্টাফ রিপোর্টার ::
শারদীয় দুর্গাপূজায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কঠোর হস্তে দমন করা হবে বলে জানানো হয়েছে। শনিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন এ কথা বলেন।
তিনি জানান, সকল ধরনের অপরাধ প্রবণতা দমন ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সুনামগঞ্জ শহরে ৪৮টি সিসি ক্যামেরার মাধ্যমে মণ্ডপ এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নজরদারি করা হবে। সার্বিক নিরাপত্তা বিধানে পুলিশ তৎপর রয়েছে। সুনামগঞ্জ পৌরসভা ছাড়াও সদর উপজেলার ৯টি ইউনিয়নকে ৯টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। মোবাইল টিমের মাধ্যমে মণ্ডপ এলাকায় টহল দেয়া হবে।
সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর পরিমল কান্তি দে-এর সভাপতিত্বে ও সদর থানার ওসি মো. সহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ স¤পাদক বিমল বণিক, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ স¤পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনুর, ট্রাফিক ইন্সপেক্টর শামসুল হক, উপজেলা আনসার কমান্ডার আব্দুল ওহাব, সাংবাদিক কুলেন্দু শেখর দাস প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্গাবাড়ি কমিটির মিন্টু চৌধুরী, গৌরারং ইউনিয়ন কমিটির সাধারণ স¤পাদক মহিতোষ চৌধুরী, জগন্নাথ বাড়ি কমিটির সভাপতি মতিলাল চন্দ প্রমুখ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন সদর থানার সেকেন্ড অফিসার প্রদীপ কুমার। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলার ৪৬টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ স¤পাদকবৃন্দ।