স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। শনিবার সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা বিনোদ রঞ্জন তালুকদার রচিত “মুজিব বাহিনী, মুক্তিযোদ্ধার সংগ্রামী জীবন ও রাজনীতি” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী, সুনামকণ্ঠ স¤পাদক বিজন সেন রায়।
বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মেয়র নাদের বখত আরও বলেন, প্রত্যেক মুক্তিযোদ্ধার একেকটি কথা ইতিহাস। তাদের মুখ থেকে যদি আজকের শিশু থেকে যুবকরা মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো কিছু না শুনে, না জানে তাহলে ইতিহাস বিকৃত হয়ে যাবে। ওরা ভুল ইতিহাস জানবে। বিশেষ করে সুনামগঞ্জের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস জানাতে আমাদের কাজ করতে হবে। আমরা চাই মুক্তিযোদ্ধারা লিখিতভাবে হোক বা রেকর্ডিং আকারে হোক অথবা কারও সাথে গল্প করেই হোক সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস যেন আমাদের জানিয়ে দিয়ে যান।