দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া শিশু সুমাইয়া আক্তার (৮)-এর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। সুমাইয়া সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। শুক্রবার সকালে কালনী নদীতে নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
জানা যায়, গত বুধবার সিলেট থেকে মায়ের সাথে দিরাই উপজেলার টুক দিরাই গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে সুমাইয়া। বৃহ¯পতিবার বিকেলে প্রতিবেশী শিশুদের সাথে কালনী নদীতে গোসল করতে গিয়ে সে তলিয়ে যায়। এলাকাবাসী ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও নিখোঁজ শিশুর সন্ধান না পেয়ে সা হয়ে যাওয়ায় উদ্ধারের কাজ স্থগিত করেন তারা। পরে শুক্রবার সকালে নদীতে শিশুটি ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন স্থানীয়রা। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান।