স্টাফ রিপোর্টার ::
সুরমা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ফকিরনগর এলাকাবাসী সুরমা নদীর তীরে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফকিরনগর গ্রামের বাসিন্দা খলিলুর রহমান, রুহিনুর ইমন, লিমন মিয়া, শাহআলম মিয়া, সুমন মিয়া, আহাদ মিয়া, সিরাজুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ড্রেজার মেশিন দিয়ে সুরমা নদী থেকে বালু উত্তোলন করছে। এতে নদীভাঙন ত্বরান্বিত হচ্ছে। গ্রামবাসী তাদের নিষেধ দিলেও তারা কারো কথা আমলে নিচ্ছে না। বরং মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে। বক্তারা বলেন, সুরমা ভাঙনে আমরা নদী তীরের বাসিন্দারা দিশেহারা। তার উপর ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে আমাদের বসতবাড়ি, ফসলি জমি হুমকির মুখে ঠেলে দেয়া হচ্ছে। তারা এ ব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধন শেষে ফকিরনগর গ্রামবাসী ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের কাছে স্মারকলিপি দেন।