শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে ভমভমি বাজারে নির্মাণাধীন ভবনের চোরাই রডসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল দোয়ারাবাজার থানা এলাকার যোগীরগাঁও গ্রামের ইন্তাজ আলীর ছেলে রুয়েল মিয়া (২৪) ও পাবনা জেলার ফরিদপুর থানা এলাকার আড়কান্দি গ্রামের চাদ মোল্লার ছেলে মোহাম্মদ আলী (২৩)। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাযায়, শান্তিগঞ্জ থানা এলাকার ভমভমি বাজারে সরকারিভাবে মার্কেট নির্মাণকাজের নির্মাণ শ্রমিক হিসাবে মো. রুয়েল মিয়া ও মোহাম্মদ আলী কাজ করছিলেন। বুধবার সন্ধ্যায় ঠিকাদারের লোকজনদের অগোচারে নির্মাণকাজের ৩৫০ কেজি রড কেটে ১৫০ টুকরা করে টমটম গাড়িযোগে মো. রুয়েল মিয়া ও মোহাম্মদ আলী জগন্নাথপুর এলাকার ভাঙারি দোকানে বিক্রয় করতে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক মো. লুৎফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. রুয়েল মিয়া ও মোহাম্মদ আলীকে আটক এবং তাদের কাছ থেকে চোরাই রড উদ্ধার করা হয়।
এ ঘটনায় মার্কেট নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স আনোয়ারা এন্টারপ্রাইজের মালিক ও ধর্মপাশা থানা এলাকার বাসিন্দা মো. মাইন উদ্দিন বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক এবং তাদের নিকট হতে চোরাই রড উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।