স্টাফ রিপোর্টার ::
শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ)। বৃহস্পতিবার দুপুরে দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের জেলা শাখার সাধারণ স¤পাদক ছামিয়া জান্নাত চৌধুরী। তিনি বলেন, সম্প্রতি দেশেবাল্য বিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।
এসময় দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র দিয়ে তিনি বলেন, গত বছরের জুন মাস থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ৫৮৪ জন শিশু বিভিন্ন রকম নির্যাতনের শিকায় হয়েছে এবং করোনাকালীন সময়ে পূর্বের তুলনায় দেশে ১৩ শতাংশ শিশু বাল্যবিবাহের শিকার হয়েছে। তিনি আরও বলেন, এখনই যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে তবে এর মাত্রা বৃদ্ধি পেয়ে ভয়াবহ আকার ধারণ করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিটিএফ’র জেলা ভলান্টিয়ার শফিকুল ইসলাম ও প্রিয়াংকা কর প্রিয়া ও সদস্যবৃন্দ।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্মারকলিপি গ্রহণ করেন।