স্টাফ রিপোর্টার ::
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, আসন্ন দুর্গা পূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে ছাড় দেয়া হবে না। কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, আপনারা সব সময় প্রশাসনের সাথে যোগাযোগ রাখবেন। পূজা মন্দিরে নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকবেন। দুর্গাপূজা সুষ্ঠুভাবে স¤পন্ন করার লক্ষ্যে সরকার, প্রশাসন কাজ করছে।
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, ওসি আব্দুল লতিফ তরফদার, সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, উপজেলা কৃষি অফিসার হাসান উদ দোলা, উপজেলা আ.লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, সাধারণ অমল কান্তি কর, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ সরকারসহ উপজেলার ৭টি ইউনিয়নের ২৯টি পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ স¤পাদকসহ বিশিষ্টজন।