স্টাফ রিপোর্টার ::
শাল্লা উপজেলার ৩ বীর মুক্তিযোদ্ধার প্রয়াণে হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। প্রয়াতদের মধ্যে সংগঠনটির দুই সহ-সভাপতি রয়েছেন। তাঁরা হলেন মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাস ও দুর্গাচরণ দাস। সভায় আরেক বীর মুক্তিযোদ্ধা রমেশ দাসের প্রয়াণেও গভীর শোক প্রকাশ করা হয়।
বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত সেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংগঠক রামানন্দ দাস। আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আজমান গণি তালুকদার, রবীন্দ্র চন্দ্র দাস, সহ সভাপতি রবীন্দ্র সরকার, দিরাই উপজেলা জে. এস. ডির সাধারণ স¤পাদক মোজাম্মেল হক, বাহারা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শ্যামাপদ সরকার, মুক্তিযোদ্ধা সন্তান হাবিবুর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনীল চন্দ্র দাস।
শোকসভার শুরুতেই প্রয়াতদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা।