স্টাফ রিপোর্টার ::
ছাতক উপজেলার জাউয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরমুজ আলী ও সৈদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের আলফাত স্কয়ারে প্রাথমিক শিক্ষক পরিবার, সর্বদলীয় প্রাথমিক শিক্ষক ঐক্য ফোরাম ছাতক, দোয়ারাবাজার প্রাথমিক শিক্ষক পরিবারের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তরা বলেন, আজ বিশ্ব শিক্ষক দিবসে যেখানে শিক্ষকরা আনন্দে থাকার কথা ছিলো সেখানে জেলার শিক্ষকরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সহকর্মীর উপর হামলার বিচারের দাবিতে রাজপথে আছেন। শিক্ষক সমাজের উপর হামলার ঘটনা দুঃখজনক। শিক্ষকরা ক্লাসে থাকার কথা থাকলেও আজকে রাস্তায় নামতে হচ্ছে বিচারের দাবিতে। শিক্ষকদের রাজনীতি করার কথা নয়, রাজপথে থাকারও কথা নয়। কিন্তু সহকর্মীদের উপর হামলা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আমাদের সহকর্মীর অবস্থা আশঙ্কাজনক। তার উপর যেভাবে হামলা করা হয়েছে তা কোন সভ্যসমাজে হতে পারে না। যারা এই সন্ত্রাসী হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। নতুবা সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এসময় বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের দাবি জানান।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নাসিমা আক্তার খানমের সভাপতিত্বে ও জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সুজিত কুমার দেব, সন্তোষ কুমার চন্দ, নাজমা আক্তার, প্রণব দাস মিঠু, জগবন্ধু দাস, রাজিব রায়, শাহজাহান সিরাজ, রানা আচার্য্য, মো. রুহুল, আজিজুর রহমান জুয়েল, দুলন কুমার তরফদার, সুদীপ কুমার দেব প্রমুখ।