স্টাফ রিপোর্টার ::
‘শিক্ষকই শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু করে শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) বাকবিশিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক শুভঙ্কর তালুকদার মান্নার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়ার সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাকবিশিস সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা প্রাক্তন সহকারী অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, প্রাক্তন শিক্ষক ও কবি ইকবাল কাগজী, সিনিয়র সহ-সভাপতি রামানুজ রায়, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, অর্থ স¤পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য, প্রচার স¤পাদক রজত কান্তি রায়, শিক্ষক নেতা প্রভাষক মুহাম্মদ মিসবাহ উদ্দিন, প্রভাষক জহিরুল ইসলাম।
বক্তারা বলেন, কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষার বিপর্যস্ত অবস্থা ও প্রতিবন্ধকতাকে কীভাবে দূর করা যায়, সুষ্ঠু অনুকূল অবস্থা ফিরিয়ে আনা যায় – সে লক্ষ্যে শিক্ষক সমাজ আপ্রাণ কাজ করে যাচ্ছেন। শিক্ষাব্যবস্থায় বিভিন্ন বৈষম্যের কারণে সৃজনশীল ও মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছেন না। শিক্ষকের মানোন্নয়ন ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষাব্যবস্থার সকল বৈষম্য ও দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষামন্ত্রী প্রতি অনুরোধ জানানো হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে শিক্ষাব্যবস্থায় সামগ্রিক পরিবর্তন আনায়ন খুব জরুরি হয়ে পড়েছে। শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নতির লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। শিক্ষার বৈষম্য দূরীকরণে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের কোনা বিকল্প নেই। তাই মুজিববর্ষেই সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানানো হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, সদস্য প্রভাষক হিমাদ্রি শংকর তালুকদার, প্রভাষক মো. আবু তাহের রানা, প্রভাষক আলমগীর কবির, গ্রন্থাগার শিক্ষক স্বপন রায় প্রমুখ।