স্টাফ রিপোর্টার ::
“শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সুনামগঞ্জ সার্কিট হাউজে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ-এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, ১৮ বছরের নিচে সকল ছেলে কিংবা মেয়ে শিশু হিসেবে বিবেচিত। আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিশুদের প্রতি আমাদের সব সময় খেয়াল রাখতে হবে। তারা যেন খারাপ পথে ধাবিত না হয়। তাছাড়া আমরা তাদের সাথে এমন কোনো ব্যবহার করবো না যাতে করে তারা খারাপ রাস্তা বেছে নেয়।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন আরও বলেন, আমাদের মনে রাখতে হবে মেয়ে হোক বা ছেলে হোক তারা কিন্তু আমাদের সন্তান। ছেলে মেয়ে না দেখে সন্তান হিসেবে তাদের দেখতে হবে। আমাদের আচরণের মাধ্যমেই শিশুদেরকে সঠিক পথ দেখাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা হাজী মো. নূরুল মোমেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাজেদুল হাসান ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. তানজিল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা প্রতিনিধি একে আজাদ, ইসলামিক রিলিফ বাংলাদেশ সুনামগঞ্জের ম্যানেজার মো. শামসুল আলম, শিশু একাডেমির প্রশিক্ষণার্থী আহমদ মাসহুরা সুহিতা প্রমুখ।