জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভীমখালি ইউনিয়ন শাখার তিন বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে নিহার রঞ্জন রায়কে সভাপতি ও দেবল তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রোববার বেলা ২টায় উপজেলার ভীমখালী ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামের গীতা সংঘ মন্দির প্রাঙ্গণে এ কমিটি গঠন করা হয়। অনীল বরণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পূর্ণেন্দু ঘোষ চৌধুরী।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভীমখালি ইউনিয়ন শাখার সদস্য সচিব কৃপেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহ সভাপতি সুধাংশু রঞ্জন দে, সুধীর রায় ও উপজেলা অদ্বৈত ধাম পরিচালনা কমিটির সভাপতি অজিত পাল। সংগঠনের সাংগঠনিক বিষয়াদি নিয়ে বক্তব্য দেন উপজেলা সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক ও কলামিস্ট বিশ্বজিত রায়, দেবল তালুকদার, নিহার রঞ্জন রায়, বিষ্ণুপদ সরকার। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সজীব বণিক, সাচনা বাজার ইউনিয়ন শাখার সভাপতি জয়বেন্দ্র পাল, বেহেলী ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক অসীম তালুকদার, অসিত বরণ সমাজপতি প্রমুখ।
৩ বছর মেয়াদী এই কমিটিতে রয়েছেন সিনিয়র সহ সভাপতি কৃপেশ চন্দ্র দত্ত, সহ সভাপতি পরেশ চন্দ্র দাস, সহ সাধারণ সম্পাদক বিপ্লব রায়, সাংগঠনিক সম্পাদক অসিত বরণ সমাজপতি, সহ সাংগঠনিক সম্পাদক সঞ্জিত রায়, অর্থ সম্পাদক প্রমোদ চন্দ্র দাস ও সহ অর্থ সম্পাদক প্রসন্ন তালুকদার। উপজেলা কমিটির পক্ষ থেকে আগামী ৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নবগঠিত কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়।