দিরাই প্রতিনিধি ::
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি রোববার দিরাই পৌরশহরের থানা রোডে অবস্থিত দিরাই প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাব পরিদর্শন করেছেন। প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর ও যুগ্ম সাধারণ স¤পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, অর্থস¤পাদক সৈদুর রহমান তালুকদার, সালমান মিয়া মুক্তার হোসেন মন্ত্রীকে স্বাগত জানান এবং মন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, দিরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার, দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান উপস্থিত ছিলেন।