সংবাদদাতা ::
মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারে সেলুন পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মধ্যনগর বাজারে অজিত স্মৃতি পাঠাগারের সহযোগিতায় ৩টি সেলুনে সেলুন পাঠাগারের কার্যক্রম উদ্বোধনকরা হয়। এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, ব্রতচারী বিমান তালুকদার, কবি শহিদুল্লাহ আকন্দ, মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আতিক ফারুকী, মিশন তালুকদার প্রমুখ।
অজিত স্মৃতিপাঠাগারের উদ্যোক্তা অসীম সরকার বলেন, বর্তমান সময়ে আমরা ফেসবুক ও ইন্টারনেটে বেশি আসক্ত হয়ে পড়েছি। অনেক সেলুনে গেলে সিরিয়াল পেতে আমাদের অনেক দেরি হয়। এই অবসর সময়টা যেন বইয়ের সাথে কাটাতে পারি তাই এই উদ্যোগ।
মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, মানুষ জ্ঞান অর্জনের জন্য বই পড়ে ও ভ্রমণ করে। অজিত স্মৃতি পাঠাগারের উদ্যোগে মধ্যনগরবাজারে সেলুন পাঠাগার স্থাপন করা হয়েছে। যা সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ। তাদের এই উদ্যোগকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাই।