দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে সদ্য প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক হাবিবুর রহমান তালুকদার, দপ্তর স¤পাদক বিকাশ রায়, রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাদিকুর রহমান ছাও মিয়া, তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইদুল্লাহ মিয়া ও চরনারচর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক জালাল মিয়া স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন।
বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ স¤পাদক নান্টু রায়, হায়দার লিটন, সাংগঠনিক স¤পাদক সিরাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ দৌলা তালুকদার, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রিপা সিনহা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার স¤পাদক হুমায়ুন রশীদ লাভলু, উপজেলা যুবলীগের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, যুবলীগ নেতা কামরুজ্জামান, পৌর যুবলীগের সাধারণ স¤পাদক জুয়েল মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি কপিল উদ্দিন প্রমুখ। এছাড়াও সভায় ভার্চুয়াল বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
প্রসঙ্গত, এর আগে পরিকল্পনামন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যানকে অতিথি করে ৩ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিনের সরদারের শোকসভা করার ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক মোশাররফ মিয়া বলয়। গত ১৮ সেপ্টেম্বর প্রচারণা শুরু করেন তারা। এরপরই পৃথকভাবে শোকসভার আয়োজন করেন স্থানীয় এমপি বলয়ের নেতৃবৃন্দ।