তাহিরপুর প্রতিনিধি ::
সম্মেলনের মাধ্যমে সুনামগঞ্জের ৩ উপজেলার যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে তাহিরপুর, জামালগঞ্জ ও মধ্যনগর উপজেলার যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক অধ্যাপিকা অপু উকিল।
শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা উত্তর সিটির প্যানেল মেয়র ডেইজি সারোয়ার, সেলিনা রহমান, সহ সম্পাদক লাভলী সুলতানা, দপ্তর সম্পাদক বীণা চৌধুরী, সদস্য অঞ্জনা সুলতানা, নিলুফা ইয়াসমিন, শামীমা রহমান, নিলুফার ইয়াসমিন শম্পা, সারমিন আক্তার ময়না।
তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক আইরিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁ, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা দিনা ডায়না প্রমুখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সুনামগঞ্জের জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর ৩ উপজেলা যুব মহিলা লীগের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। কমিটিতে জামালগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পদে শাহানা আল আজাদ ও সাধারণ সম্পাদক পদে শাহানা বেগম, তাহিরপুরে সভাপতি পদে আইরিন আক্তার ও সাধারণ সম্পাদক পদে রেবা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাকিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক পদে রতন মালা, মধ্যনগরে সভাপতি পদে শান্তা চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মরিয়ম আক্তারের নাম ঘোষণা করা হয়।