জগন্নাথপুর প্রতিনিধি ::
বৈষ্ণব কবি রাধারমণ উৎসব পালন উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পৌর এলাকার কেশবপুর বাজারে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের সভাপতি জিলু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর তাজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর আলাল হোসেন, কেশবপুর বাজার কমিটির সেক্রেটারি ছানাফর আলী, রাধারমণ পরিষদের সহ-সভাপতি আছকির আলী, রমজান আলী, টুনু মিয়া, তোতা মিয়া, মুহিবুর রহমান শিশু প্রমুখ। এ সময় প্রবীণ মুরব্বি সুন্দর আলী, আবুল মিয়া, রজু মিয়া, আবু লেইছ, আজিবুর রহমান, পরিষদ সদস্য লিটন মিয়া, আনোয়ার আলী, মিরাস আলী, জাহির মিয়া, দবির মিয়া, চুনু মিয়া, রিপন মিয়া, শাহিন মিয়াসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বৈষ্ণবকবি রাধাররমণ দত্ত পুরকায়স্থ-এর ১০৬তম প্রয়াণ দিবস উপলক্ষে আগামী ৯ ও ১০ নভেম্বর রাধারমণ উৎসবের আয়োজন করা হবে।