স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. শামছুল আবেদীন। এছাড়া সহ-সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজন সেন রায়, প্রদীপ পাল নিতাই; যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাড. দেবদাস চৌধুরী রঞ্জন, পংকজ কান্তি দে, সদস্য পদে মো. শেরগুল আহমেদ, অলক চক্রবর্তী (বাপ্পা) ও খলিল রহমান।
জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২১ অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত নির্বাচন উপ-কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক ১২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১৬ সেপ্টেম্বর অফিস চলাকালীন কার্যনির্বাহী কমিটির নির্বাচনযোগ্য প্রতিটি পদের বিপরীতে মাত্র একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এবং ১৯ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই করে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ২০ সেপ্টেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। উক্ত সময়ে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় এবং কোন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকলকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।