স্টাফ রিপোর্টার ::
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২১-২০২২ এর আওতায় শুদ্ধাচারী জীবনাচার পরিচালনার নিমিত্তে অদ্য ৩০ সেপ্টেম্বর সকারে সুনামগঞ্জ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীনস্থ ডলুরা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ১নং সলুকাবাদ ইউনিয়নের ডলুরা নামক স্থানে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের আওতায় গণশুনানিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন নাজমুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক মন্ডল, ডলুরা ক্যা¤েপর সুবেদার একাব্বর আলী, ইউপি চেয়ারম্যান মোকসেদ আলী, নুরে আলম তপন, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রায় ৭৩ জন সদস্য।
সভায় সীমান্তে অবৈধভাবে পাথর উত্তোলন, অবৈধ সীমান্ত পারাপার, নারী ও শিশু পাচার রোধ, মাদকদ্রব্য সেবনের কুফল এবং সীমান্তে হত্যা বন্ধে সচেতন হওয়ার ব্যাপারে বলা হয়।