1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
রবিবার, ১৮ মে ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

মেয়াদপূর্তির প্রাক্কালে অনিয়মের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত : নূরুল হুদা মুকুট

  • আপডেট সময় শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বলেছেন, নির্বাচিত পরিষদের মেয়াদপূর্তির মাত্র তিন মাস পূর্বে উত্থাপিত অনিয়মের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। জানুয়ারিতে জেলা পরিষদ নির্বাচন, সেখানে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। অন্যদিকে ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেখানে আমি সভাপতি প্রার্থী। আমার রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে বানোয়াট দুর্নীতির অভিযোগ এনে আমাকে বিতর্কিত করতে চাচ্ছে। বিষয়টি আমি আইনগত ও রাজনৈতিভাবে মোকাবেলা করবো।
বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ এনে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের কাছে লিখিত অভিযোগ দেন পরিষদের ১০ সদস্য।
নূরুল হুদা মুকুট আরও বলেন, যারা আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনেছেন, রাজনীতিতে তারা কাদের অনুসারী সেই বিষয়টি লক্ষ করলেই বুঝা যাবে তারা কেন এবং কী উদ্দেশ্যে এসব করছেন। আওয়ামী লীগের কিছু নেতা এবং একজন সংসদ সদস্য এ বিষয়ে পেছন থেকে কলকাঠি নাড়ছেন। পাশাপাশি অভিযোগকারীদের কেউ কেউ নানা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত।
তিনি বলেন, আমার ৫ বছরের মেয়াদকালে জেলা পরিষদের মাধ্যমে জেলাজুড়ে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। অতীতে মানুষ জানতোই না যে জেলা পরিষদ থেকে জনকল্যাণে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দিরের উন্নয়ন করা যায়। আমি আইন ও বিধি মেনে স্বচ্ছতার সাথে সরকারি বরাদ্দের প্রতিটি টাকা জনকল্যাণে ব্যয় করেছি। এর বিপরীতে তারা যে অভিযোগ দিয়েছেন সেখানে সুনির্দিষ্টভাবে কোনও কিছু বলা নেই। ঢালাওভাবে ইচ্ছেখুশি অভিযোগ এনে আমাকে বিতর্কিত করার অপপ্রয়াস করেছেন মাত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com