স্টাফ রিপোর্টার ::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নব মনোনীত সহ-সভাপতি নোমান বখত পলিন। উল্লেখ্য, গত বুধবার সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির শূন্য পদে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ স¤পাদক নোমান বখত পলিনকে অন্তর্ভুক্ত করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন নোমান বখত পলিনের বড়ভাই সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম শেফু, সাবেক সভাপতি অ্যাড. চান মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নবনী কান্ত, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শুকুর আলী, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. আব্দুল অদুদ, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. মনীষ কান্তি দে মিন্টু, সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি অজয় তালুকদার দোলন, মোজাহের আলী, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, দপ্তর সম্পাদক লিটন সরকার, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সুনামগঞ্জ জেলা যুবলীগের সাবেক সদস্য পঙ্কজ তালুকদার, তোফায়েল আহমেদ রনি, সুনামগঞ্জ পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদ হোসেন নাহিদ, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিহার তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক বরুণ কান্তি দে, সাবেক প্রচার সম্পাদক তানজিলুর রহমান, সাবেক ছাত্রবৃত্তি সম্পাদক সুমিত পুরকায়স্থ রাহুল, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা ইকরাম আলম পীর, অনুকূল তালুকদার, ফাহমিদ চৌধুরী ফামু, সাকিব আহমেদ, শশাঙ্ক দাস প্রমুখ। এসময় নোমান বখত পলিন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।