স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জের সুরমা নদীতে বালু ও পাথরের নৌকায় চাঁদাবাজির সময় ১০ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বৃহ¯পতিবার ভোরে তাদের আটক করা হয়। আটকরা হলেন- এমদাদুল হক আফিন্দী (৫৮), কাউছার আহমদ (৩৫), জয়নুল হক (৪০), বাদশা মিয়া (৩২), আবুল হোসেন (৫২), নেছার আহমদ (৩০), মাহি আফিন্দী (২০) আব্দুনুর (৬২) ও মানিক মিয়া (৬৩)। আটকের সময় তাদের কাছ থেকে ৮টি লোহার রড, ১টি ছুরি, ৯টি মোবাইলফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাব ক্যাম্পের কমান্ডার সিঞ্চন আহমেদ জানান, চক্রটি দীর্ঘদিন ধরে নৌপথে চাঁদাবাজি করে আসছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে চক্রের ১০ সদস্যকে আমরা আটক করি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।