স্টাফ রিপোর্টার ::
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে পৌর শহরের ২৩টি পূজামণ্ডপে ২ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক মণ্ডপ পরিচালনা কমিটির হাতে তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল হুদা মুকুট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হুদা মুকুট। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী প্রণব কান্তি রায়, রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সেবক সংঘ দক্ষিণ নতুনপাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি অনুরাধা দাস মুন্নী, ফ্রেন্ডস্টাফ পূজা কমিটির সভাপতি শংকর বণিক, বিপ্রেশ রায় বাপ্পি, সন্তোষ রায়, কেন্দ্রীয় দুর্গবাড়ি মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী প্রমুখ।