জামালগঞ্জ প্রতিনিধি ::
ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দের মুক্তি, প্রতিমা ভাংচুর ও নির্যাতন-নীপিড়নের বিচারের দাবিতে জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ গেইটের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নির্মাল্য কান্তি রায় সসীম।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য শম্ভুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের গণসংযোগ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, সদস্য সৈকত ঘোষ চৌধুরী, জামালগঞ্জ সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ সভাপতি শৈলেন্দ্র দেবনাথ, ফেনারবাঁক ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সিন্ধু ভূষণ তালুকদার, বেহেলী ইউনিয়ন সভাপতি সুবোধ তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন সভাপতি চন্দন রায়, সাচনা বাজার ইউনিয়নের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব বিভাগীয় মন্দির নির্মাণ ও পরিচালনা কমিটির সভাপতি অর্ধেন্দু ঘোষ চৌধুরী সঞ্জু, সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অজিত পাল, রামপুর সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি মনোব্রত চক্রবর্ত্তী, বেহেলী সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি জ্যোতিলাল দাস, ভীমখালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌতম রায়, চানপুর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি অনীল তালুকদার প্রমুখ।