স্টাফ রিপোর্টার ::
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির উদ্যোগে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিসিক শিল্পনগরী সুনামগঞ্জ জেলা কার্যালয়ের হলরুমে সংগঠনের জেলা শাখার সভাপতি ফৌজি আরা বেগম শাম্মীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কলি তালুকদার আরতির সঞ্চালনায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিক শিল্পনগরী সুনামগঞ্জের উপব্যবস্থাপক এমএনএম আসিফ, মহিলা বিনোদন কেন্দ্রের সাধারণ স¤পাদক দিলারা বেগম, গ্রাসরুটস’র সুনামগঞ্জ জেলা উপদেষ্টা ঊষা রায়, সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরী ও শিলা বসু।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপালি সোম প¤পা, রানু বেগম, তহুরা বেগম ও রওশন আক্তার প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০২১ সালে সুনামগঞ্জের সফল নারী উদ্যোক্তা হিসেবে মনোনীত তৃষ্ণা আক্তার রুশনার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ উপস্থিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গ্রাসরুটস-এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত বদরুদ্দিন আহমেদ কামরান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক স¤পাদক মাসুমা খানম, সুনামগঞ্জ জেলা শাখার অন্যতম সদস্য অ্যাড. কানিজ রেহনুমা রাব্বানী ভাষা এবং বন্ধু সংগঠন এসএজিডিএফ এর অসমরাজ্য কমিটির আহ্বায়ক ড. জয়দেব-এর বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন শেষে শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন তৃণমূল নারী উদ্যোক্তারা সোসাইটির সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরী।