স্টাফ রিপোর্টার ::
বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগ। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জেলা শ্রমিক লীগ কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শ্রমিক লীগের সভাপতি মো. সেলিম আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি জুয়েল আহমদ, মহসিন আহমদ, আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হানিফ, রাসেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল বাশার অপু, বদরুল আলম, দপ্তর সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া সম্পাদক উদয় রায়, পৌর কমিটির আহ্বায়ক সালেক মিয়া, সদস্য সচিব মো. তৈয়বুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাজেদ মিয়া, সাদিকুর রহমান সাদি, রেজাউল হোসেন, সদস্য শাহিন মিয়া, চয়ন দাস প্রমুখ।