স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা মমিনিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষার মান ও শিক্ষার পরিবেশ উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি সুনামগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাহবুবুর রহমান স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুহাম্মদ পারভেজ, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাইদ, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী আমিন, প্রভাষক নাহারিন খন্দকার, মাদ্রাসা গভর্নিং কমিটির দাতা সদস্য আলী আহমেদ, গভর্নিংবডির সদস্য মোশাহিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, কোভিডের কারণে দীর্ঘ ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পাঠগ্রহণ থেকে বঞ্চিত ছিল। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছে। এক্ষেত্রে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পাঠদান করতে হবে।
বক্তারা আরও বলেন, মনে রাখতে হবে এখন আর মাদ্রাসা শিক্ষার্থীরা পিছিয়ে নেই। তারা এখন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। মাদ্রাসা পড়ুয়া ছাত্র এখন জজ হচ্ছে। তাই আমাদেরকে এখন আর বসে থাকলে হবে না। নিজেদেরকে জাগিয়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী মাদ্রাসাশিক্ষাকে গুরুত্ব সহকারে এগিয়ে নিচ্ছেন। নিজের ভাগ্যকে নিজেই পরিবর্তন করতে হবে। মনে রাখতে হবে শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতার বিকল্প নেই।