স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে শহরের রিভারভিউয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উদযাপন করেন তারা।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ স¤পাদক নোমান বখত পলিন এই অনুষ্ঠানের আয়োজন করেন। ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। একই সময়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ ও সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন নেতাকর্মীরা।
বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. চান মিয়া, বর্তমান সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাবেক সভাপতি শাহ আবু তারেক, সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, সাবেক সাধারণ স¤পাদক নবনী কান্তি দাস, সাবেক ছাত্রলীগ নেতা অজয় তালুকদার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিজন কুমার পাল, সাবেক সহ-সভাপতি নিখিল তালুকদার, নারায়ণ চক্রবর্তী, আবু শিহাব শিরু, সত্যজিৎ চৌধুরী, সজল কান্তি দেব, স্বরোজ কান্তি চক্রবর্তী, সনথ কুমার আচার্য্য, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. মণীষ কান্তি দে মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহ সভাপতি ঝন্টু তালুকদার, সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুল, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ স¤পাদক সাজিদুর রহমান, সুনামগঞ্জ জেলা যুবলীগের সাবেক সদস্য অ্যাড. পঙ্কজ তালুকদার, তোফায়েল আহমেদ রনি, পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদ হোসেন নাহিদ, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ স¤পাদক রাসেল চৌধুরী, জেলা যুবলীগ নেতা গোলাম দবির, শাহীন আহমেদ, শুভ বণিক, জেলা ছাত্রলীগের সাবেক নেতা তানজিলুর রহমান, আব্দুল কাদির শাওন, সুমিত পুরকায়স্থ রাহুল প্রমুখ।