স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া বাগানবাড়ি এলাকার একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে ওই বাসার ছাদের দরজা ও দেয়াল কেটে ঘরে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এ সময় বাসার রাখা ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে চোরেরা। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাসার মালিক তৌফিকুল আম্বিয়া চৌধুরী শিপু জানান, সোমবার রাতে তারা বাসা তালা দিয়ে আত্মীয়ের বাড়ি চলে যান। সকালে বাসায় প্রবেশ করে দেখেন দরজা খোলা। বাসার ভেতরের আলমিরা খোলা। ঘরের মেঝেতে জিনিসপত্র এলোমেলো। তিনি আরও জানান, চোরেরা আলমিরা ভেঙে তার স্ত্রীর ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। চোররা ছাদের দরজার পাশে গর্ত করে বিশেষ কায়দায় দরজা খুলে ঘরে প্রবেশ করে চুরি করে। এছাড়া তারা হাতুড়ি, দেয়াল কাটার ব্লেডও ফেলে রেখে গেছে। মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
সুনামগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) রূপক বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোরেরা অভিনব কায়দায় ছাদের দরজার দেয়াল কেটে ঘরে ঢুকে চুরি করেছে। তারা কিছু আলামত ফেলে গেছে। আমরা সেগুলো উদ্ধার করে তাদের ধরার চেষ্টা করছি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, সকালে খবর পাওয়ার পরই পুলিশ পাঠিয়েছি। চোরদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ।