স্টাফ রিপোর্টার ::
হাওর বাঁচাও আন্দোলন, শাল্লা উপজেলা কমিটির সহ-সভাপতি ও হবিবপুর ইউপির ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাশ আর বেঁচে নেই। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। ওইদিন দুপুরে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা শেষে তাঁকে পারিবারিক শ্মশানে সমাধিস্থ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দাশ ২০১৭ সাল থেকে হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি আজীবন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।