স্টাফ রিপোর্টার ::
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য অধিকার ফোরাম সুনামগঞ্জের আয়োজনে ও হাউস-এর সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
তথ্য অধিকার ফোরাম সুনামগঞ্জের সহ-সভাপতি নির্মল ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক একে কুদরত পাশা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠ স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়।
সভার শুরুতে সংগঠনের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর-এর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনায় অংশ নেন হাউস-এর নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, আনোয়ারুল হক, কে জি মানব তালুকদার, ওবায়দুল হক মিলন, প্রভাষক দুলাল মিয়া, প্রভাষক ফজলুল করিম সাঈদ, সাংবাদিক শহীদ নুর আহমেদ, গাজী আফজাল, ওবায়দুল হক মুন্সি, শরীফ আহমদ প্রমুখ।
সভায় তথ্য অধিকার আইন স¤পর্কে তৃণমূলে সচেতনতা সৃষ্টির জন্য আহ্বান জানানো হয়।