স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল চীনাবাদাম-৪ এর প্রচার ও সম্প্রচারণের লক্ষ্যে বিশ্বম্ভরপুরে রাজাপাড়া গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিনা সুনামগঞ্জ উপকেন্দ্রের সহযোগিতায় ও বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ধনপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রামে বিনা চীনাবাদাম-৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারীর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিনা’র মহাপরিচালক কৃষিবিদ ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বিনা’র মহাপরিচালক কৃষিবিদ ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, বর্তমানে দেশের ভোজ্য তেলের চাহিদা প্রায় ৩০ লাখ টন যার প্রায় ৬০ ভাগ পাম অয়েল। চীনাবাদামের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি ও ভোজ্য তেলের চাহিদা পূরণ করা সম্ভব। কারণ চীনাবাদামে প্রায় ৫০ ভাগ তেলসহ প্রচুর পরিমাণে প্রোটিন, সোডিয়াম, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার ভিটামিন-এ, ভিটামিন-বি, ভিটামিন-সি সহ বিভিন্ন রকমের পুষ্টি উপাদান রয়েছে। চীনাবাদাম আমাদের দেহে অনেক বেশি শক্তি জোগায়, এতে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে। এটি মস্তিস্কের জন্য উত্তম খাবার। বিনা বেশ কয়েকটি উন্নত ও উচ্চফলনশীল চীনাবাদামের জাত উদ্ভাবন করেছে। বিনাচীনাবাদাম-৪ অন্যতম। এই জাতটি রবি ও বোরো মৌসুমে চাষের উপযোগী। এতে ৪৮.৬ ভাগ তেল এবং ২৭.৫ ভাগ আমিষ রয়েছে। তাই চীনাবাদামের উৎপাদনে কৃষকদেরকে আগ্রহী করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. ফরিদুল হাসান, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলার সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া, সুনামগঞ্জ বিনা উপকেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাকিব প্রমুখ।
মাঠ দিবসের আগে সোমবার বিকালে বিনা সুনামগঞ্জ উপকেন্দ্রের সহযোগিতায় সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বুড়িস্থল গ্রামে দুইটি ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন খামারের উদ্বোধন করা হয়েছে। বুড়িস্থল গ্রামের কৃষক মো. কুটুল মিয়া ও কৃষক মো. তোজাম্মেল হোসেনের বাড়ির আঙিনায় দুইটি কেঁচো সার উৎপাদন খামারের উদ্বোধন করেন বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. ফরিদুল হাসান, বিনা সুনামগঞ্জ কেন্দ্রের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাকিব, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার প্রমুখ।