ছাতক প্রতিনিধি ::
ছাতকে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় খসরু মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের খসরু মিয়া ও মজু মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটির জের ধরে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে খসরু মিয়াসহ উভয়পক্ষের ৫ জন আহত হন। গুরুতর আহত খসরু মিয়াকে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। খসরু মিয়া ও মজু মিয়া একই বাড়ির বাসিন্দা।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।